ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র ২য় অধ্যায় প্রশ্নোত্তর
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র ২য় অধ্যায় প্রশ্নোত্তর: আমেরিকার জর্জিয়া বিশ্ববিদ্যালয়-এর উইলিয়াম এফ. (বিল) ঘুয়েক এবং আমেরিকান লেখক লরেন্স আর, জস (William F. (Bill) Glueck and Lawrence R. Jauch) বলেছেন, ‘The environment includes factors outside the firm which can lead to opportunities for or threats to the firm. অর্থাৎ, ‘প্রতিষ্ঠানের বাইরের বিভিন্ন ব্যবসায় পরিবেশ ব্যাবসায় প্রতিষ্ঠানের গঠন ও নিয়ন্ত্রণ যে সমস্ত উপাদান দিয়ে প্রভাবিত হয় সেগুলোর সমষ্টি উপাদান যা প্রতিষ্ঠানের জন্য সুযোগ সৃষ্টি করে বা ক্ষতিকর, সেগুলোর সমন্বয় হলো ব্যবসায় পরিবেশ।’
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র ২য় অধ্যায় প্রশ্নোত্তর
প্রশ্ন-১. ব্যবসায় পরিবেশ বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
উত্তর: ব্যবসায়ের ওপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাব বিস্তারকারী উপাদানের সমন্বয় হলো ব্যবসায় পরিবেশ। একটি নির্দিষ্ট অঞ্চল বা এলাকার পারিপার্শ্বিক অবস্থার ওপর ভিত্তি করে ব্যবসায় গড়ে ওঠে। এসব পারিপার্শ্বিক অবস্থা (আবহাওয়া ও জলবায়ু, অর্থ ব্যবস্থা, শিক্ষা-সংস্কৃতি, বিজ্ঞান-প্রযুক্তি, সরকারি আইন প্রভৃতি) ব্যবসায়ের ওপর প্রভাব ফেলে। এগুলো ব্যবসায়ের ওপর কখনো অনুকূল, আবার কখনো প্রতিকূল প্রভাব ফেলে। এসব প্রভাব বিস্তারকারী উপাদান মিলে ব্যবসায় পরিবেশ গড়ে ওঠে।
প্রশ্ন-২. ব্যবসায়ের ক্ষেত্রে অভ্যন্তরীণ পরিবেশ বিবেচনার কারণ ব্যাখ্যা করো।
উত্তর: প্রতিষ্ঠানের অভ্যন্তরে বিরাজমান যেসব উপাদান বা শক্তি ব্যবসায়ের কাজ পরিচালনায় ও সিদ্ধান্ত নিতে সরাসরি প্রভাব বিস্তার করে, তাকে ব্যবসায়ের অভ্যন্তরীণ পরিবেশ বলে।
এ পরিবেশের উপাদানের মধ্যে পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপক, শ্রমিক-কর্মী, ব্যবসায়ের আর্থিক ও কারিগরি সামর্থ্য, সুনাম, নিজয় সংস্কৃতি প্রভৃতি বিষয় গুরুত্বপূর্ণ। এ পরিবেশ বিবেচনায় না নিয়ে ব্যবসায় পরিচালনা করা সম্ভব নয়। তাই, ব্যবসায়ে অভ্যন্তরীণ পরিবেশ বিবেচনার প্রয়োজন পড়ে।
প্রশ্ন-৩, পরিবেশের বাহ্যিক উপাদানগুলো অনিয়ন্ত্রিত কেন? ব্যাখ্যা করো।
উত্তর: ব্যবসায় প্রতিষ্ঠানের গঠন, পরিচালনা, কার্যকারিতা ও নিয়ন্ত্রণ যেসব অভ্যন্তরীণ ও বাহ্যিক উপাদানের মাধ্যমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত হয়, সেগুলোর সমষ্টিকে ব্যবসায় পরিবেশ বলে।
বাহ্যিক উপাদানগুলোর নিয়ন্ত্রণের চাবিকাঠি প্রতিষ্ঠানের মালিকের হাতে থাকে না। এ উপাদানগুলো বিভিন্ন শক্তির ওপর নির্ভর করে। অনেক সময় এর সাথে প্রাকৃতিক পরিবেশও জড়িত থাকে। ফলে এটি কখনও মানুষের নিয়ন্ত্রণে থাকে না। তাই পরিবেশের বাহ্যিক উপাদানগুলো অনিয়ন্ত্রণযোগ্য।
প্রশ্ন-৪. প্রাকৃতিক পরিবেশ বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
উত্তর: কোনো দেশের জলবায়ু, ভূ-প্রকৃতি, মৃত্তিকা, নদ-নদী, আয়তন, অবস্থান প্রভৃতির সমন্বয়ে যে পরিবেশ গড়ে ওঠে, তাকে প্রাকৃতিক পরিবেশ বলে।
এ পরিবেশের উপাদানের ওপর ভিত্তি করে মানুষের জীবিকার পরিবর্তন হয়। দেশে প্রাকৃতিক সম্পদের পরিমাণ বেশি হলে, সেসব দেশে শিল্প-বাণিজ্যভিত্তিক জীবন-জীবিকাও বেশি হয়ে থাকে। এর উপাদানগুলো ব্যবসায়েও অনুকূল বা প্রতিকূল প্রভাব ফেলে।
প্রশ্ন-৫. ব্যবসায়ের ওপর প্রাকৃতিক পরিবেশের প্রভাব ব্যাখ্যা করো।
উত্তর: কোনো দেশের জলবায়ু, ভূ-প্রকৃতি, মৃত্তিকা, নদ-নদী, আয়তন, অবস্থান প্রভৃতি প্রাকৃতিকভাবে সৃষ্ট উপাদানের সমন্বয়ে যে পরিবেশ গড়ে ওঠে, তাকে প্রাকৃতিক পরিবেশ বলে।
এ পরিবেশের উপাদানগুলো ব্যবসায়ে বিভিন্ন রকম প্রভাব ফেলে। ভৌগোলিক অবস্থান, আবহাওয়া ও জলবায়ু, সাগর, নদ-নদী প্রভৃতির ওপর ভিত্তি করে মানুষের জীবিকার পরিবর্তন হয়। প্রাকৃতিক সম্পদের পরিমাণ বেশি হলে, ব্যবসায় নির্ভর জীবন-জীবিকার সুযোগও বেশি হয়ে থাকে। এতে ব্যবসায়ের দ্রুত বিস্তার লক্ষ করা যায়।
প্রশ্ন-৬, অর্থনৈতিক পরিবেশ বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।
উত্তর: আয়, সঞ্চয়, মূলধন, বিনিয়োগ, অর্থ, ঋণ প্রভৃতির সমন্বয় যে পরিবেশ গড়ে ওঠে, তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। অর্থ হচ্ছে ব্যবসায়ের চালিকাশক্তি। দেশের আর্থিক অবস্থার উন্নতি হলে ব্যবসায়ের ক্ষেত্রে ব্যাপক প্রবৃদ্ধি লক্ষ করা যায়। কোনো দেশের উন্নতির পেছনে ঐ দেশের অর্থনৈতিক পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রশ্ন-৭. অর্থনৈতিক পরিবেশ গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো।
উত্তর: অর্থনৈতিক বিভিন্ন উপাদান অর্থাৎ সঞ্চয় ও বিনিয়োগ, মূলধন, অর্থবাজার প্রভৃতি নিয়ে যে পরিবেশ গঠিত হয়, তাকে অর্থনৈতিক পরিবেশ বলে।
এ পরিবেশের উপাদানগুলো ভোস্তার ক্রয়ক্ষমতা ও ব্যয়ের ধরনকে সরাসরি প্রভাবিত করে। যে দেশ বা অঞ্চলে অর্থনৈতিক পরিবেশের উপাদানগুলো ব্যবসায়ের অনুকূলে, সেখানে দ্রুত ব্যবসায়ের প্রসার হয়। এজন্য অর্থনৈতিক পরিবেশ গুরুত্বপূর্ণ।
প্রশ্ন-৮. ব্যবসায়ে অর্থনৈতিক পরিবেশের ভূমিকা ব্যাখ্যা করো।
উত্তর: অর্থ ও ঋণ ব্যবস্থা নিয়ে যে পরিবেশ সৃষ্টি হয়, তাকে অর্থনৈতিক পরিবেশ বলে।
জনগণের আয় ও সঞ্চয়, ঋণ ব্যবস্থা, বিনিয়োগ, মূলধন ও জনসম্পদ এ পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান। যে দেশের অর্থনৈতিক ব্যবস্থা যত উন্নত, সে দেশ তত বেশি অগ্রগতি লাভ করতে পারে। এ পরিবেশের উপাদান, ভোক্তার ক্রয়ক্ষমতা ও ব্যয়ের ধরনকে সরাসরি প্রভাবিত করে। এছাড়া, ব্যবসায় সম্প্রসারণেও অর্থনৈতিক পরিবেশ গুরুত্বপূর্ণ প্রভাব রাখে।
প্রশ্ন-৯. মুক্ত বাজার অর্থনীতি বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।
উত্তর: একটি দেশের বাজার যখন অন্য দেশের পণ্যের ব্যবসায়ের জন্য উন্মুক্ত থাকে, তখন তাকে মুক্ত বাজার অর্থনীতি বলে। এ ধরনের অর্থনীতি ভৌগোলিক সীমার বাইরে শিল্প-বাণিজ্যের সম্প্রসারণে সহায়তা করে। এভাবে এটি দেশ-বিদেশের মধ্যে পণ্যের বিনিময় সহজ করেছে। এছাড়া, ব্যবসায়কে প্রতিযোগিতায় টিকে থাকতে সহায়তা করছে।
প্রশ্ন-১০. মানবসম্পদ কোন পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান? ব্যাখ্যা করো।
উত্তর: মানবসম্পদ হচ্ছে ব্যবসায়ের অর্থনৈতিক পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান।
দক্ষ কর্মী বা মানবসম্পদ ছাড়া কোনো শিল্প কারখানা গঠন, উৎপাদন ও পরিচালনা সম্ভব নয়। কোনো শিল্প সংস্থার উন্নতি নির্ভর করে সহজলভ্য শ্রম ও মানবসম্পদ ব্যবস্থাপনার ওপর। মূলত সস্তা শ্রমের কারণেই বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের প্রসার হয়েছে।
প্রশ্ন-১১, দেশের উন্নয়নে দক্ষ জনশক্তির প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
উত্তর: দেশের আর্থ-সামাজিক উন্নয়নে পরিশ্রমী ও বুদ্ধিমান জনগোষ্ঠী হলো দক্ষ জনশক্তি।
এটি অর্থনৈতিক পরিবেশের একটি অন্যতম উপাদান। দক্ষ ও শিক্ষিত জনসংখ্যা দেশের জন্য সম্পদ হিসেবে বিবেচিত হয়। নিজেদের দক্ষতা ও বুদ্ধিমত্তা ব্যবহার করে তারা ব্যবসায়িক উন্নতি নিশ্চিত করতে পারে। এছাড়া তারা গবেষণামূলক কাজের মাধ্যমে নতুন চিন্তা-ধারার প্রচলন করে। বেশি সংখ্যক জনসংখ্যা দক্ষ হলে কম দক্ষতার লোকদেরও তারা কাজে লাগাতে পারে। ফলে জনগণের জীবনযাত্রার মান উন্নত হয়। এভাবে দক্ষ জনশক্তি দেশের উন্নয়ন ভূমিকা রাখে।
প্রশ্ন-১২. সামাজিক পরিবেশ বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।
সমাজে বসবাসরত মানুষের সংখ্যা, শিক্ষা ব্যবস্থা, বেকারত্ব, জাতীয়তা, সভ্যতা প্রভৃতির সমন্বয়ে যে পরিবেশ গড়ে ওঠে, তাকে সামাজিক পরিবেশ বলে।
এ পরিবেশের উপাদানগুলো মূলত মানুষের সৃষ্টি এবং মানুষের কাজের মাধ্যমে প্রভাবিত হয়। এটি ব্যবসায়ের আয়, লাভ- লোকসানকে নানাভাবে প্রভাবিত করে।
প্রশ্ন-১৩. চাহিদা ও সরবরাহ ব্যবস্থা কীভাবে উপযুক্ত ব্যবসায় বাছাই করতে সহায়তা করে? ব্যাখ্যা করো।
উত্তর: চাহিদা ও সরবরাহ ব্যবস্থা ব্যবসায়ের অর্থনৈতিক পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান। কোনো অঞ্চলে পণ্য ও সেবার চাহিদার তুলনায় সরবরাহ কম থাকলে, ঐ ঘাটতি পূরণের জন্য ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলার পরিবেশ আছে বলে ধরা হয়। আর এভাবেই উপযুক্ত ব্যবসায় বাছাই করা সম্ভব হয়।
প্রশ্ন-১৪. শিক্ষা ব্যবস্থা কোন পরিবেশের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
উত্তর: শিক্ষা ব্যবস্থা সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত। শিক্ষা ও জ্ঞান-বিজ্ঞানের উন্নতি মানুষের সমাজকে সমৃদ্ধ করে। আবার, নিজের চেষ্টায় মানুষ চারপাশের প্রাকৃতিক সম্পদকে কালে লাগিয়ে বিনিয়োগ কাজ পরিচালনা করতে পারে। ব্যবসায় সংক্রান্ত শিক্ষাই একজন ব্যক্তিকে উদ্যোক্তা হতে সহায়তা করে।
আরও দেখুন: ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র ১ম অধ্যায় প্রশ্নোত্তর
আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি ভালো লেগেছে। কোথাও বুঝতে সমস্যা হলে বা আরও কিছু জানার থাকলে কমেন্টে আমাদের জানাতে পারেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।